একটি সুন্দর দিনে মিয়ামি
বিমানবন্দর থেকে একটি বিমান বৈমানিক ও যাত্রী নিয়ে আকাশে উড়ে যায়। নিচে কন্ট্রোল
রুমে অপারেটরগণরা বিমানটিকে লক্ষ্য করছিলেন রাডার স্ক্রীনে। হঠাৎ রাডার স্ক্রিনে বিমান
নির্দেশক বিন্দুটি অদৃশ্য হয়ে গেল।আবার ১০ মিনিট পর সেটি দেখা গেল ।পরে সম্পূর্ণ
নিরাপদে নিচে নেমে এল।এবার তাৎক্ষণিকভাবে বৈমানিকের কাছে প্রশ্ন এল জে,সে ১০ মিনিট বিমান নিয়ে কোথায়
ছিল? বৈমানিক
বেশ অবাক হল।সে বলল যে সে এখানে ঠিকভাবে অবতরণ করেছে ও সে ঘড়িও দেখলো যে সে ঠিক সময়েই
অবতরন করেছে। অপারেটরগন বললো তুমি দশ মিনিট দেরিতে পৌছেছো। এখন প্রশ্ন হচ্ছে এই বিমানটি ১০
মিনিট কোথায় ছিল? এই
বিমানে আরোহীদের জীবন থেকেও বা ১০ মিনিট কোথায় হারিয়ে গেল?
No comments:
Post a Comment