একদা আবু জাহল তার হাতে কিছু নুড়ি পাথর নিয়ে নবীজিকে বলল , আপনি সত্য নবী হলে বলুন , আমার হাতে কি আছে ?
নবীজি বললেন , তুমি যদি চাও তবে আমি বলে দেব তোমার হাতের ভিতরে কি বস্তু আছে আথবা ওই বস্তুই বলে দিবে আমি আল্লাহর রাসুল।
আবু জাহল বলল , দ্বিতিয় ব্যবস্থা তো নিতান্তই অসাধারন ।
নবী করিম (সাঃ) বললেন , আল্লাহতালা এটা অপেক্ষা অধিক ক্ষমতা রাখেন।
নবী করিম (সাঃ) বললেন ,তোমার হাতের ভিতর ছয়টি পাথর খণ্ড আছে, প্রত্যেকটি থেকে ঠিকঠিক শব্দ শোন। আবু জাহেল এর মুঠোর ভিতর থেকে পাথরের খণ্ডগুলো অবিলম্বে (তার রাসুল হওয়ার) সাক্ষ্য দান -এ কলেমা উচ্চারন করল- লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ ।
আবু জাহল যখন পাথর খণ্ডসমূহ থেকে এ বাক্য শুনল তখন ক্রোধবশে সেগুলো মাটিতে ফেলে দিলো এবং বলল ,তোমার তুল্য অপর কোন যাদুকর হতে পারেনা। তুমি যাদুকর সম্প্রদায়ের শিরামনি। আবু জাহেল নিজ চোখে ওই মোজেযা দেখেও বদনছিব হতভাগা এবং সত্যির বিরুদ্ধে অধিক কঠোর হয়ে গেল, সত্য ধর্মের বিরোধিতায় আরও অগ্রসর হয়ে উঠল ।
আবু জাহল যখন পাথর খণ্ডসমূহ থেকে এ বাক্য শুনল তখন ক্রোধবশে সেগুলো মাটিতে ফেলে দিলো এবং বলল ,তোমার তুল্য অপর কোন যাদুকর হতে পারেনা। তুমি যাদুকর সম্প্রদায়ের শিরামনি। আবু জাহেল নিজ চোখে ওই মোজেযা দেখেও বদনছিব হতভাগা এবং সত্যির বিরুদ্ধে অধিক কঠোর হয়ে গেল, সত্য ধর্মের বিরোধিতায় আরও অগ্রসর হয়ে উঠল ।